!!!HOME !!! DOWNLOADS !!! MAKE,MONEY !!!BBC,NEWS !!! BOOKMARKS !!! LIVE,SEX!!!


হাইকোর্টের রায়: ট্রুথ কমিশন অবৈধ
বাংলাদেশের হাইকোর্ট আজ এক রায়ে দেশটিতে গঠিত ‘সত্য ও জবাবদিহিতা কমিশন‘ - যা ‘ট্রুথ কমিশন‘ নামেও পরিচিত - সেটিকে অবৈধ বলে ঘোষণা করেছে৻
কয়েকজন মানবাধিকার কমী এবং রাজনীতিবিদের করা এক রিট আবেদনের রায়ে আদালত এ কথা ঘোষণা করে৻
রিট আবেদনে ওই কমিশন গঠনের প্রক্রিয়া ও তার কার্যক্রমকে চ্যালেঞ্জ করা হয়৻ আবেদনকারীরা বলেছিলেন যে এই কমিশনের কার্যক্রম দেশের প্রচলিত বিচার ব্যবস্থার সাথে সাংঘর্ষিক৻
রায়ের পর সরকারের এটর্নি জেনারেল বলেছেন যে তারা এর বিরুদ্ধে আপিল করবেন৻
বাংলাদেশে দুনীতি দমন অভিযান শুরুর পর কেউ স্বতঃপ্রণোদিতভাবে দোষ স্বীকার করে অনুকম্পা চাইলে তার লঘু দন্ড পাবার সুযোগ দেবার জন্য এই কমিশন গঠন করা হয়েছিল৻
কিন্তু শুরু থেকেই এর ধারণা এবং কার্যক্রম সম্পর্কে অনেকেই প্রশ্ন তুলেছেন৻ কমিশনের চেয়ারম্যান নিজেও সংবাদমাধ্যমের কাছে স্বীকার করেন যে, এই কমিশনের কাছে উপস্থিত হয়ে অনুকম্পা নেবার ক্ষেত্রে খুব বেশি সাড়া পাওয়া যাচ্ছে না৻