!!!HOME !!! DOWNLOADS !!! MAKE,MONEY !!!BBC,NEWS !!! BOOKMARKS !!! LIVE,SEX!!!


নির্বাচনী পর্যবেক্ষকদের তালিকা প্রকাশ
বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচন পর্যবেক্ষণ করতে ইচ্ছুক বেসরকারী সংস্থাগুলোর একটি প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন৻
কমিশন বলেছে, তালিকায় নাম প্রকাশিত সংস্থাগুলোর ব্যাপারে কারো কোনো আপত্তি থাকলে আগামী রবিবারের মধ্যে তা লিখিতভাবে কমিশনে জানানো যাবে৻
এরপরে কমিশন শুনানির মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন
ঢাকায় বিবিসি-র সংবাদদাতা বলছেন, নির্বাচন কমিশন বিভিন্ন সংবাদপত্রে যে তালিকা প্রকাশ করেছে তাতে ১৩৮টি বেসরকারী সংস্থার নাম রয়েছে৻
তিনশোটিরও বেশি বেসরকারী সংস্থা পর্যবেক্ষণের জন্য আবেদন করলেও যথাযথ নিয়ম মেনে যারা আরেদন করেনি তাদের প্রাথমিক বাছাইয়ে বাদ দেওয়া হয়েছে বলে কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন৻
বাদ পড়া সংস্থাগুলো অবশ্য তালিকা প্রকাশের তিনদিনের মধ্যে আবেদন করতে পারবে৻
নির্বাচন কমিশন সূত্রে বলা হয়েছে পর্যবেক্ষণ নীতিমালা অনুসরণ করে ১৩৮টি সংস্থাকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে৻ যেসব সংস্থার বিরুদ্ধে বড় রাজনৈতিক দলগুলো আপত্তি জানিয়েছে সেসব সংস্থাও এই প্রাথমিক তালিকায় রয়েছে৻