!!!HOME !!! DOWNLOADS !!! MAKE,MONEY !!!BBC,NEWS !!! BOOKMARKS !!! LIVE,SEX!!!


ইউরোর দেশগুলো এখন মন্দার কবলে

ইউরোর দেশগুলো এখঅভিন্ন মুদ্রা ইউরো ব্যবহারকারী ১৫টি দেশকে নিয়ে গঠিত অঞ্চল, যা ইউরো-জোন নামে পরিচিত, তা এখন মন্দার শিকার ৻
ইউরো-জোনের অন্তর্গত দেশগুলো থেকে যেসব অর্থনৈতিক তথ্য পাওয়া যাচ্ছে তার ভিত্তিতে দেখা যাচ্ছে যে জার্মানির পর ইটালিও এখন মন্দাকবলিত হয়েছে৻ স্পেনের অর্থনীতিও সঙ্কুচিত হয়েছে৻ মন্দার হাত থেকে অবশ্য অল্পের জন্য রক্ষা পেয়েছে ফরাসী অর্থনীতি৻
ইউরো মুদ্রা চালু হয়েছে নয় বছরেরও বেশি সময় আগে, কিন্তু এর মধ্যে কখনোই ইউরো মুদ্রা ব্যবহারকারী পুরো অঞ্চল মন্দার শিকার হয়নি৻ শুক্রবার আনুষ্ঠানকিভাবে ইউরো মুদ্রা ব্যবহারকারী দেশগুলো মন্দার শিকার হয়েছে ৻
এই অঞ্চলের ৩২ কোটি মানুষের কাজ এবং বিনিয়োগের সুযোগ উল্লেখযোগ্যভাবে কমে গেছে ৻ জার্মানি, ইটালি এবং স্পেনসহ বেশ কয়েকটি দেশে অর্থনৈতিক সূচকগুলো নেতিবাচক হয়েছে বলে বলা হচ্ছে ৻ লন্ডনে সেন্টার ফর ইউরোপিয়ান রিফর্মের প্রধান অর্থনীতিবিদ সাইমন টিলফোর্ড বলছেন, পরিস্থিতি চাইতেও আরো অনেক খারাপ হবে ৻
তবে, ফ্রান্স নেতিবাচক অর্থনৈতিক প্রবণতা থেকে অল্পের জন্যে রক্ষা পেয়েছে ৻ সেখানে উৎপাদন বেড়েছে দশমিক এক চার শতাংশ ৻ ফ্রান্সের অর্থমন্ত্রী বলছেন, সরকারের অর্থনৈতিক নীতিই তাদের এগিয়ে রেখেছে
ফরাসি অর্থমন্ত্রী বলছেন, ভোগ্যপণ্য ক্রয় এবং কোম্পানিগুলোর বিনিয়োগই ফ্রান্সকে জার্মানি এবং ব্রিটেনের থেকে এগিয়ে রেখেছে ৻ তার মতে, মাসের পর মাস ধরে তারা যে অর্থনৈতিক নীতি অনুসরণ করে আসছিলেন তারই প্রভাব পড়ছে ৻ তবে ফরাসি অর্থমন্ত্রী মনে করিয়ে দিচ্ছেন যে, আশপাশের দেশগুলোর চেয়ে ভাল করবার বিষয়টি খুব শিগগিরই আর তেমন গুরুত্বপূর্ণ থাকবেনা যখন প্রকৃত অর্থনীতির ওপরে এর প্রভাব পড়তে শুরু করবে ৻ গাড়ি এবং জাহাজ শিল্পে এরমধ্যেই ধাক্কা লেগেছে আর বেকারত্বের হার অনেক বেড়ে যাওয়ার আশঙ্কাও করা হচ্ছে ৻
পুরো ইউরো অঞ্চল অথবা এর বেশির ভাগ অংশই যুক্তরাষ্ট্রের থেকে আলাদাভাবে এই সমস্যাটি খতিয়ে দেখে ৻ কাজেই কোন অভিন্ন সমাধান খুঁজে পাওয়া কঠিন হবে ৻ ইউরো অঞ্চলে বিশেষ করে জার্মানিতে অনেকেই মনে করেন যে, এই অর্থনেতিক সংকটের সব দোষই মার্কিন যুক্তরাষ্ট্রের ৻ আর যুক্তরাষ্ট্র মনে করে, বিশ্ব অর্থনীতিতে ভারমাম্যের অভবেই এই সংকটের সৃষ্টি হয়েছে - অর্থাৎ চীন, জার্মানি, জাপানের ব্যাপক বাণিজ্য উদ্বৃত্ত বিশ্বে সুদের হার কমিয়ে দিয়েছে এবং বেশি ঝুঁকি নেওয়ার প্রবণতা তৈরি হয়েছে৻
ন মন্দার কবলে