!!!HOME !!! DOWNLOADS !!! MAKE,MONEY !!!BBC,NEWS !!! BOOKMARKS !!! LIVE,SEX!!!


চারদলের তিন নেতার জামিন

বাংলাদেশের হাইকোর্ট বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় গ্রেপ্তারকৃত জামাতে ইসলামীর দুজন শীর্ষস্থানীয় নেতা মতিউর রহমান নিজামী ও আলি আহসান মুহাম্মদ মুজাহিদ এবং বিএনপি নেতা সাইফুর রহমানকে দু মাসের জন্য জামিন দিয়েছেন।
পাশাপাশি এই মামলার সব কার্যক্রম এই দু মাস স্থগিত রাখারও নির্দেশ দিয়েছেন। গত ১০ই নভেম্বর এই তিন নেতাকে আদালতে আত্মসমর্পণের জামিন নামঞ্জুর হবার পর কারাগারে পাঠিয়ে দেয়া হয়৻

কারা কর্তৃপক্ষ অবশ্য বলেছে যে প্রয়োজনীয় কাগজপত্র হাতে না আসায় আজ তাদের মুক্তির সম্ভাবনা ক্ষীণ৻

বাংলাদেশের সরকার আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শান্তি শৃংখলা বজায় রাখতে সারাদেশে সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। আজ নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার ও অপর দুজন কমিশনারের সাথে স্বরাষ্ট্র সচিব এবং আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকের পর এ তথ্য দেওয়া হয়।

সুর্নিদিষ্ট তারিখ সম্পর্কে জানানো না হলেও, নির্বাচনের অন্তত: চারদিন আগে থেকে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত সেনা মোতায়েন রাখা হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।